ভেতর থেকে বন্ধ দরজা, বিছানায় পড়েছিল মেডিক্যাল শিক্ষার্থীর লাশ

মেডিক্যাল শিক্ষার্থীর লাশ উদ্ধার
মেডিক্যাল শিক্ষার্থীর লাশ উদ্ধার  © প্রতীকি ছবি

রংপুর মেডিক্যাল কলেজের (রমেক) ডা. পিন্নু হোস্টেলের একটি কক্ষ থেকে মুশফিকুর রহমান নামে ২৬ বছর বয়সী এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মরদেহ উদ্ধারের পর রমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত মুশফিক রংপুর মেডিক্যাল কলেজের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার মাঝপাড়ায়।

রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হোসেন আলী বলেন, ‘ছয় মাস তিনি বিয়ে করেছেন। বুধবার সর্বশেষ তার স্ত্রীর সঙ্গে কথা বলেন। এরপর আর ফোন রিসিভ করেননি।’

তিনি বলেন, 'তার স্ত্রী এবং স্বজনরা সারা দিন ফোন করেও পাননি। পরে তার স্ত্রী নীলফামারী থেকে হোস্টেলে চলে আসেন। বিষয়টি মুশফিকের বন্ধুদের জানালে তারা অনেক ডাকাডাকি করেন। তবে দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে দরজা ভেঙে তারা বিছানার ওপর মুশফিকের লাশ দেখতে পান। তখনও বিছানার ওপর মশারি সাঁটানো ছিল।’

রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ নূরুন্নবী লাইজু বলেন, ‘মুশফিকুর পাস না করায় পিছিয়ে পড়েছিলেন। বর্তমানে ৪৫তম ব্যাচের পরীক্ষা চলছে। তারও পরীক্ষা চলছিল। কী কারণে মৃত্যু হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টি জানা যাবে।’


সর্বশেষ সংবাদ