মেডিকেলে ৩য় ও ৪র্থ বর্ষের ক্লাস শুরুর বিষয়ে সিদ্ধান্ত হয়নি

ক্লাস করছেন শিক্ষার্থীরা
ক্লাস করছেন শিক্ষার্থীরা  © ফাইল ফটো

মেডিকেলের তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরুর বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। ক্লাস শুরুর বিষয়ে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সবুজ সংকেত পেলেও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুমতি পাওয়া যায়নি।

জানা গেছে, গত ১৪ অক্টোবর তৃতীয় ও চতুর্থ বর্ষের ক্লাস শুরুর বিষয়ে মতামত চেয়ে করোনা মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির কাছে চিঠি দেয় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সশরীরে ক্লাস শুরুর বিষয়ে ইতিবাচক মতামত দিয়েছে পরামর্শক কমিটি। এখন মন্ত্রণালয় থেকে অনুমতি পেলেই সশরীরে ক্লাস শুরুর অনুমতি দেয়া হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন জানান, সশরীরে ক্লাস শুরুর বিষয়ে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির মতামত পেয়েছি। মন্ত্রণালয় অনুমতি দিলে ক্লাস শুরুর ঘোষণা দেয়া হবে।

প্রসঙ্গত, দেশে করোনা সংক্রমণ শুরুর পর গত বছরের ১৭ মার্চ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এর ঠিক একদিন পর মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করা হয়। সংক্রমণ কমে আসায় সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়।


সর্বশেষ সংবাদ