কেউ ভর্তি না হলে মেরিট লিস্ট থেকে ডাকা হবে: স্বাস্থ্যশিক্ষা ডিজি

স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যশিক্ষা ডিজি অধ্যাপক ইনায়েত হোসাইন
স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যশিক্ষা ডিজি অধ্যাপক ইনায়েত হোসাইন  © টিডিসি ফাইল ফটো

সম্প্রতি ব্যাচেলর অব ডেন্টাল সার্জনে (বিডিএস) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। মেধাতালিকা ও কোটাভিত্তিতে মোট ৫৪৫ জন শিক্ষার্থী একটি সরকারি ডেন্টাল কলেজ ও ৮টি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন।

প্রকাশিত এই ফলে জাতীয় মেধায় ৩০০ নম্বরের মধ্যে ২৯৫ নম্বর পেয়ে জাতীয় মেধায় প্রথম হয়েছেন মো. নাজমুস সাকিব রাহাদ। 

    পড়ুন: ৩০০-তে ২৯৫ পেয়ে ডেন্টালে প্রথম রাহাদ

এবারের পাশের হার ৬৮ দশমিক ৩০ শতাংশ; ন্যূনতম ৪০ নম্বর পাস মার্ক পেয়েছেন ২৬ হাজার ৭২৬ জন।

তবে নির্বাচিত ৫৪৫জন শিক্ষার্থীর কেউ যদি ভর্তি না হন, তাহলে মেরিট লিস্টে এগিয়ে থাকাকেই সে সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থশিক্ষা ডিজি অধ্যাপক ইনায়েত হোসাইন। 


সর্বশেষ সংবাদ