১০ সেপ্টেম্বর ২০২১, ২০:৩২

মমেক শাখা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ  © টিডিসি ফটো

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত রোহিত ও সাফি নামে দু’জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার নগরীর বাঘমারা বয়েজ মেডিকেল কলেজ হোস্টেলে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় পুরো ছাত্রাবাসের সাধারণ ছাত্রদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ছাত্ররা জানান, বাঘমারা বয়েজ মেডিকেল কলেজ হোস্টেলে বাইরের ছেলেরা এসে ছাত্রদের বিরক্ত করে। এতে বাধা দেয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। এ ঘটনাকে কেন্দ্র করে মেডিকেল কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি অনুপম সাহা ও সাধারণ সম্পাদক হাছান মাহমুদ গ্রুপের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দুইজন আহত হয়। সভাপতি অনুপম সাহার জামায় রক্তের দাগ দেখা গেছে বলেও জানান তারা।

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি অনুপম সাহার মোবাইলে ফোন করলেও তিনি রিসিভ করেননি।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ‘তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. চিত্তরঞ্জন দেবনাথ বলেন, ‘ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনাটি শুনেছি। তবে কি কারণে এমন ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।’