২২ আগস্ট ২০২১, ১৯:৩১

মেডিকেল কলেজ খোলা নিয়ে দিনভর গুজব

মেডিকেল কলেজ খোলা নিয়ে দিনভর গুজব  © ফাইল ফটো

আগামী ২৮ আগস্ট থেকে দেশের সব মেডিকেল কলেজ খুলে দেয়া হচ্ছে। এ সংক্রান্ত নোটিশ জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর! রোববার (২২ আগস্ট) দিনভর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এমন নোটিশে সয়লাব ছিল। তবে বিষয়টিকে গুজব বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

জানা গেছে,  রোববার সকাল থেকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক আহসান কবীর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ পায়। সেখানে আগামী ২৮ আগস্ট থেকে সরকারি-বেসরকারি সব মেডিকেল-ডেন্টাল কলেজ খুলে দেয়ার কথা বলা হয়। নোটিশে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক আহসান কবীর স্বাক্ষর করেছেন।

সূত্র জানায়, দেশের সব মেডিকেল কলেজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় পরিচালিত হয়। স্বাস্থ্য শিক্ষা বিভাগ বিষয়টির দায়িত্ব স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উপর ন্যাস্ত করেছেন। স্বাস্থ্য অধিদপ্তর মেডিকেল কলেজ দেখভাল করে না। ফলে স্বাস্থ্য অধিদপ্তর এ সংক্রান্ত নোটিশ জারির এখতিয়ার রাখে না।

এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, যে নোটিশ ফেসবুকে ছড়ানো হয়েছে সেটি ভুয়া। এ ধরনের কোনো নোটিশ আমরা জারি করিনি।

তিনি আরও বলেন, যারা এই কাজটি করেছে তারা চরম অন্যায় করেছে। এতে শিক্ষার্থীদের মাঝে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। নোটিশে ওরা আমার নামও ঠিক লেখেনি। এছাড়া নোটিশের উপরে স্বাস্থ্য অধিদপ্তর লেখা। অথচ মেডিকেল কলেজগুলো পরিচালনা করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

এদিকে আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে মেডিকেল ও ডেন্টাল কলেজ খুলে দেয়ার বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। এ বিষয়ে শিগগিরই বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, জাতীয় কারিগরি পরামর্শক কমিটির পক্ষ থেকে মেডিকেল ও ডেন্টাল কলেজ খুলে দেয়ার পরামর্শ দেয়া হলেও বিষয়টি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ দেখভাল করে। তাই মেডিকেল-ডেন্টাল কলেজ খোলার সিদ্ধান্ত তাদের।

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মেডিকেল কলেজ খোলা প্রসঙ্গে তিনি আরও বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি। মন্ত্রণালয়ের সাথে বৈঠক করে শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।