ময়মনসিংহ মেডিকেলে করোনায় আরও ১৬ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে সাতমাস বয়সের শিশুসহ আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৭ জন এবং উপসর্গ নিয়ে ৯ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (১২ আগষ্ট) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটের (ফোকাল পার্সন) আবাসিক কর্মকর্তা ডা. মো. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে জেলাটিতে এখন পর্যন্ত মোট ১৮,৬৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ইশরাত (০৭ মাস বয়স), ময়মনসিংহ সদরের ফিরোজা খাতুন (৬০), গফরগাঁওয়ের রহিমা খাতুন (৬৫), মুক্তাগাছার মজিদা বেগম (৯০), নেত্রকোণা সদরের মিনতি রানী দাস (৬৫), শেরপুরের ইয়াকুব আলী (৫০), গাজীপুরের শ্রীপুরের জুলেখা খাতুন (৭০)।
জেলাওয়ারী করোনায় মৃতদের মধ্যে ময়মনসিংহে এক শিশুসহ ৪ জন, নেত্রকোণা, শেরপুর এবং গাজীপুর জেলার ১ জন করে।
এ ছাড়াও করোনা উপসর্গ নিয়ে মৃতরা হলেন-ময়মনসিংহের সুলতান আহমেদ (৫৫), সুফিয়া খাতুন (৪৫), নান্দাইলের কামাল মিয়া (৪৫), নেত্রকোণা সদরের মুজিবুর রহমান (৪৫), সুধা (৬৭), নাবিলা আক্তার (২৫), মোহনগঞ্জের আব্দুর রহিম (৭৫), শেরপুরের বিলকিস বেগম (৩৫), নকলার সখিনা খাতুন (৫৫)।
জেলাওয়ারী করোনা উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহের ৩ জন, নেত্রকোণার ৪ জন এবং শেরপুরের জেলার ২ জন।
ডা. মো. মহিউদ্দিন খান মুন আরো জানান, মমেক হাসপাতালে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ৪২৯ জন, আইসিইউতে ভর্তি আছেন ২২জন। নতুন ভর্তি হয়েছেন ৫২ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ জন।
এদিকে, জেলা সিভিল সার্জন অফিসের সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী পাওয়া সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ জেলায় এন্টিজেন টেস্টে ১২১ জন ও আরটিপিসিআর টেস্টে ৩১২জনসহ মোট ১ হাজার ৪১৭ জনের নমুনা পরীক্ষা করে পজেটিভ হয়েছেন ৪৩৩ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০ দশমিক ৫৫ শতাংশ।
অপরদিকে নতুন সনাক্ত ৪৩৩ জনের মধ্যে জেলায় উপজেলাওয়ারী হিসেবে- ময়মনসিংহ সদরে ১৮৭ জন, ত্রিশালে ৫০ জন, গৌরীপুরে ৪০ জন, মুক্তাগাছায় ৩৯ জন, ভালুকায় ৩৮ জন, ফুলপুরে ১৯ জন, গফরগাঁওয়ে ১৩ জন, তারাকান্দায় ১২ জন, ফুলবাড়ীয়ায় ১০ জন, হালুয়াঘাটে ১০ জন,নান্দাইলে ৭ জন, ঈশ্বরগঞ্জে ৫ জন এবং ধোবাউড়ায় ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।