৩১ জুলাই চালু হচ্ছে বিএসএমএমইউ ফিল্ড হাসপাতাল
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনা আক্রান্ত রোগীদের জন্য স্থাপিত ফিল্ড হাসপাতালটি আগামী শনিবার (৩১ জুলাই) চালু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এমপি।
আজ রবিবার (২৫ জুলাই) চালু হতে যাওয়া ফিল্ড হাসপাতালটি পরিদর্শনে গিয়ে এ তথ্য স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘আগামী শনিবার করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় বিএসএমএমইউয়ে ফিল্ড হাসপাতালটি চালু করা হবে। এখানে ২০০ আইসিইউ, এইচডিইউসহ এক হাজার শয্যা থাকছে।’
পড়ুন: রাস্তাঘাটে প্রচুর লোক ঘোরাফেরা করছে: স্বাস্থ্যমন্ত্রী
তিনি বলেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। এ অবস্থায় শিগগিরই হাসপাতালগুলোতে শয্যা সংকট দেখা দিতে পারে। মনে রাখতে হবে, সংক্রমণ বাড়লে হাসপাতালে জায়গা হবে না।
সবাইকে করোনা প্রতিরোধী টিকা নেওয়ার আহ্বান জানিয়ে জাহিদ মালেক বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে টিকা দেওয়ার কোনো বিকল্প নেই। তাই মাসে এক কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এছাড়া আমরা ২১ কোটি টিকার ব্যবস্থা করেছি।