২৮ মে ২০২১, ১২:৪৯

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি মোস্তাক হোসেন

ডা. এজেডএম মোস্তাক হোসেন তুহিন ও রামেবি  © ফাইল ফটো

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. এজেডএম মোস্তাক হোসেন তুহিন। তিনি ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সাবেক অধ্যাপক।

বৃহস্পতিবার (২৭ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা এবং পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব মোহাম্মদ আব্দুল কাদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন রাজশাহী মেডিকেলের ভিসি পদে যাদের নাম আলোচনায়

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদন অনুযায়ী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইন-২০১৬ এর ১২(১) ধারা মোতাবেক ডা. মোস্তাক হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ আদেশ ডা. মোস্তাক হোসেনের যোগদানের দিন থেকে কার্যকর হবে। তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের আগে সর্বশেষ প্রাপ্ত বেতনের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন।

১৯৬০ সালের ১ জানুয়ারি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ফতেজঙ্গপুর গ্রামে জন্মগ্রহণ করেন অধ্যাপক মোস্তাক হোসেন। তিনি ১৯৮৪ সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি রামেক শাখা ছাত্রলীগ ও রাজশাহী মহানগর ছাত্রলীগসহ ছাত্রলীগের জাতীয় পরিষদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

গত ২৯ এপ্রিল রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মাসুম হাবিবের চার বছরের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়। ওইদিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রামেবির কোষাধ্যক্ষ ড. রুস্তম আলী আহমেদকে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করতে বলা হয়।