আবরার হত্যার আসামি ক্লাসে, প্রতিবাদে মানববন্ধন

মানববন্ধনে বুয়েটের শিক্ষার্থীরা
মানববন্ধনে বুয়েটের শিক্ষার্থীরা  © সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার আসামী আশিকুল ইসলাম বিটুর অনলাইনে ক্লাসে যুক্ত হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৭ মে) দুপুর বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে লিখিত বক্তব্যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী আলী আম্মার মুয়ায বলেন, আবরার ফাহাদ হত্যার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ২৬ জনকে আজীবন বহিষ্কার করা হয়। এর মধ্যে আশিকুল ইসলাম বিটুও রয়েছে। তবে সম্প্রতি আদালত থেকে স্টে অর্ডার নিয়ে সে লেভেল-৩ টার্ম-১ এর জন্য রেজিষ্ট্রেশন করে। গত ২২ মে কেমিকৌশল ১৭ ব্যাচের একটি কোর্সের অনলাইন ক্লাসে তাকে উপস্থিত থাকতে দেখা যায়। এই ঘটনায় বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, এমতাবস্থায় আশিকুল ইসলাম বিটুর সাথে কোন অবস্থাতেই বুয়েটের শিক্ষার্থীরা অ্যাকাডেমিক কার্যক্রম চালিয়ে যেতে ইচ্ছুক নয়। এছাড়া আমরা কর্তৃপক্ষের কাছে দাবি উত্থাপন করেছি। আগামী ২৯ মে'র মধ্যে দাবি মেনে না নিলে ৩০ মে থেকে সব ধরনের ক্লাস বর্জনের ঘোষণা দেয়া হয় মানববন্ধন থেকে।


সর্বশেষ সংবাদ