চীনের টিকার প্রথম ডোজ নিচ্ছেন ঢামেকের এই ছাত্রী
আগামীকাল মঙ্গলবার (২৫ মে) থেকে দেশে চীনের টিকার প্রথম ডোজ দেওয়া শুরু হচ্ছে। দেশের প্রথম ব্যক্তি হিসেবে এই টিকার প্রথম ডোজ নিচ্ছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) এমবিবিএসের ছাত্রী অনন্যা সালাম সমতা।
রাজধানীর ধানমন্ডিতে মায়ের সঙ্গে থাকেন ঢামেকের ২০১৬-১৭ সেশনের ছাত্রী সমতা। তার গ্রামের বাড়ি রাজশাহীর নওগাঁয়।
সমতা জানান, দেশের হয়ে আমি চীনের টিকা প্রথম নিচ্ছি। এটা অবশ্যই আনন্দের। করোনা প্রতিরোধে সবাইকে বিনামূল্যে টিকার ব্যবস্থা করেছে সরকার। সেই টিকা সবাইকে নেওয়ার আহবান জানান তিনি।
জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্ন ও শিক্ষার্থী চিকিৎসক এবং শিক্ষার্থী নার্সদের দেওয়ার মাধ্যমে এই টিকাদান কার্যক্রম উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত চীনের এই টিকা জরুরি ব্যবহারের জন্য ইতোমধ্যে অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।