মেডিকেল ভর্তি পরীক্ষা: চমেক ছাত্রাবাসে বহিরাগত অবস্থানে নিষেধাজ্ঞা

  © ফাইল ছবি

আসন্ন মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষা সামনে রেখে ছাত্রাবাসে বহিরাগত অবস্থানে বিশেষ সতর্কতা নিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) কর্তৃপক্ষ। রবিবার (২৮ মার্চ) চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার স্বাক্ষরিত এক নোটিশে এ কথা বলা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা সামনে রেখে কোন শিক্ষার্থী তাদের আত্নীয়, বন্ধু, পরিচিতিদের চট্টগ্রাম মেডিকেল কলেজের হোস্টেলে অবস্থান করার ব্যাপারে কঠোরভাবে সতর্ক করা হলো।

এতে আরও বলা হয়েছে, আগামী ২ এপ্রিল ২০২১ খ্রি. ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের সহযোগিতর নামে কোন রাজনৈতিক, সামাজিক সংগঠনের ব্যানারে চট্টগ্রাম মেডিকেল কলেজে এরূপ কার্যক্রম পরিচালনা করা থেকে বিরত থাকার জন্য শিক্ষার্থীদের প্রতি কঠোর নির্দেশ প্রদান করা যাচ্ছে।

যেসকল শিক্ষার্থীর প্রফেশনাল পরীক্ষা শেষ তাদেরকে রবিবারের মধ্যে হোস্টেল ত্যাগ করার জন্য পুনরায় নির্দেশ প্রদান হলো।


সর্বশেষ সংবাদ