করোনায় প্রখ্যাত গাইনিকোলজিস্টের মৃত্যু

ডা. মজিবুর রহমান খান হীরা
ডা. মজিবুর রহমান খান হীরা  © টিডিসি ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বৃহত্তর ময়মনসিংহের প্রখ্যাত গাইনিকোলজিস্ট ডা. মজিবুর রহমান খান হীরা। রবিবার রাত ১০টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) ময়মমনসিংহ শাখার সভাপতি ডা. মতিউর রহমান ভুঁইয়া।

তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে প্রায় দুই সপ্তাহ যাবত ময়মনসিংহ ও ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। রবিবার সকালের দিকে তার শারীরিক অবস্থা একটু ভালো থাকলেও রাতে হঠাৎ করে মারা যান ময়মনসিংহ মেডিক্যালের অবসরপ্রাপ্ত এ চিকিৎসক।

তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজের দশম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।


সর্বশেষ সংবাদ