হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের রজত জয়ন্তী উদযাপিত
প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় এক বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠানের মধ্য দিয়ে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের রজত জয়ন্তী উদযাপিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে এইচএফ ১-২৬ এবং এইচএফডি ১-১৬ ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপদেষ্টা শারমিন এস মোর্শিদ, সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. হালিদা খানম আক্তার, ডা. হারুন আল রশিদ, ডা. রওশন আরা বেগম, ডা. কানিজ মাওলাসহ কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং দেশের বরেণ্য চিকিৎসকবৃন্দ। অতিথিদের বক্তব্যে হলি ফ্যামিলির ঐতিহ্য, মানবিক চিকিৎসা শিক্ষা এবং দেশের স্বাস্থ্যখাতে এই প্রতিষ্ঠানের অবদানের স্মৃতিচারণ করা হয়। পাশাপাশি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে পেশাগত সততা, মানবিকতা ও নেতৃত্বগুণে নিজ নিজ অবস্থান থেকে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার অনুপ্রেরণামূলক বার্তা প্রদান করা হয়।
জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন ও বেলুন উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে কলেজের নিজস্ব ম্যাগাজিনের মোড়ক উন্মোচন, অতিথিদের বক্তব্য এবং অতিথিদের সম্মাননা প্রদান করা হয়। পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকরা গান, নৃত্য ও কবিতা পরিবেশন করেন। জুলাই আন্দোলনকে উৎসর্গ করে একটি বিশেষ পরিবেশনা অনুষ্ঠানে আলাদা তাৎপর্য যোগ করে। সন্ধ্যায় কাওয়ালি নাইটে দ্য কারার ব্যান্ড, এরপর আভাস ব্যান্ড এবং সবশেষে জনপ্রিয় শিল্পী প্রিতম-এর পরিবেশনায় দর্শকদের উচ্ছ্বাস চূড়ান্ত রূপ নেয়।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. ফারহানা হক এবং সাধারণ সম্পাদক ডা. সায়েম মোহাম্মদ। এই রজত জয়ন্তী পুনর্মিলনী আয়োজনের মাধ্যমে অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করার পাশাপাশি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে সম্মিলিত অঙ্গীকার ব্যক্ত করা হয়।