১৬ ডিসেম্বর ২০২৫, ১৮:৩০

বিজয় দিবসে শের-ই-বাংলা মেডিকেলে প্রীতি ক্রিকেট ম্যাচ

বিজয় দিবসে শের-ই-বাংলা মেডিকেলে প্রীতি ক্রিকেট ম্যাচ  © সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ইনকিলাব শিক্ষা ও সাংস্কৃতিক সংসদের উদ্যোগে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। কলেজ মাঠে আয়োজিত এ ম্যাচে অংশগ্রহণ করে মেডিকেলের ৫৫তম ও ৫৬তম ব্যাচ।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৫৫তম ব্যাচ জয়লাভ করে, আর ৫৬তম ব্যাচ রানার্সআপ হয়। খেলায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য ৫৫তম ব্যাচের শিক্ষার্থী সৈকত বসু ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন। ম্যাচটি সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন বিডিএস-১২ ব্যাচের শিক্ষার্থী মুফাচ্ছিরুল ইসলাম ও মেডিকেলের ৫৪তম ব্যাচের শিক্ষার্থী সায়েম মাহতাব সিয়াম, যারা আম্পায়ার এবং ম্যাচ অফিসিয়ালস হিসেবে দায়িত্ব পালন করেন।

আয়োজক কমিটি জানায়, ‘বিজয়ের চেতনায় উজ্জীবিত হয়ে খেলার মাঠে ঐক্য ও ভ্রাতৃত্ব’ এই মূলমন্ত্রকে সামনে রেখে ম্যাচটির আয়োজন করা হয়।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন ইনকিলাব শিক্ষা ও সাংস্কৃতিক সংসদের সদস্য সচিব ও ৫২তম ব্যাচের শিক্ষার্থী রিফাত মাহমুদ। এ সময় সংগঠনের অন্যান্য সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।