রাজশাহীতে ডেন্টাল কলেজের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
রাজশাহীতে ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীরা।
রবিবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ডেন্টাল ইউনিটের সব ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বর্তমানে ডেন্টাল ইউনিটে পর্যাপ্ত ক্লাসরুমের অভাব রয়েছে। সীমিত স্থানের কারণে সঠিকভাবে পাঠদান কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না। বিদ্যমান ক্লাসরুমগুলোও মেরামতের প্রয়োজন রয়েছে, কিন্তু এটি ইউনিট হওয়ায় প্রয়োজনীয় সরঞ্জাম ও সংস্কারের বরাদ্দ সময়মতো আসে না।
তারা আরও বলেন, ডেন্টাল ইউনিটটি কলেজ থেকে অনেক দূরে অবস্থিত হওয়ায় ক্লাস শেষে যাতায়াতে ভোগান্তি পোহাতে হয়। রাজশাহীতে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ স্থাপন হলে উত্তরাঞ্চলের বিপুল জনগোষ্ঠীর মুখ ও দাঁতের চিকিৎসা সহজলভ্য হবে।
শিক্ষার্থীরা অবিলম্বে রাজশাহী ডেন্টাল কলেজ বাস্তবায়নের দাবি জানান।