১১ অক্টোবর ২০২৫, ১৯:৫৩

হোমিওপ্যাথিক শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে সোমবার

সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ  © সংগৃহীত

আগামীকাল সোমবার (১২ অক্টোবর) শুরু হচ্ছে বিএইচএমএস (ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি) কোর্সের শিক্ষার্থীদের ক্লাস। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে। গত ৭ অক্টোবর পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষে বিএইচএমএস (ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি) কোর্সের শিক্ষার্থীদের ক্লাস আগামী ১২ অক্টোবর শুরু হবে।

এর আগে গত ২৭ জুলাই স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে ইউনানী, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজসমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার মেধাতালিকা প্রকাশ করা হয়। ওই সময় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী যেসব প্রার্থী ৪০ নম্বর বা তার বেশি অর্জন করেছেন, তাদের মধ্যে জাতীয় মেধাক্রম অনুযায়ী তালিকা প্রকাশ করা হয়।