রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ও ডিপ্লোমা শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১০
রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, পাল্টা হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১৩ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যোগ্য শিক্ষক নিয়োগসহ বিভিন্ন দাবিতে দীর্ঘদিন ধরে আলাদা ব্যানারে আন্দোলন করে আসছিলেন বিএসসি ও ডিপ্লোমা ইন নার্সিংয়ের শিক্ষার্থীরা। সেই দাবিদাওয়া নিয়ে আজ কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক আলোচনা সভায় দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে উত্তেজনা তৈরি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ডিপ্লোমা ইন নার্সিংয়ের কয়েকজন শিক্ষার্থী সভায় উপস্থিত হয়ে বিএসসি ইন নার্সিংয়ের শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ করেন। এর জেরে শুরু হয় বাগবিতণ্ডা। পরে ডিপ্লোমা ইন নার্সিংয়ের শিক্ষার্থীরা কলেজের বাইরে গেটে অবস্থান নেন, আর বিএসসি ইন নার্সিংয়ের শিক্ষার্থীরা গেট বন্ধ করে কলেজের ভেতরে অবস্থান নেন।
একপর্যায়ে ডিপ্লোমা ইন নার্সিংয়ের শিক্ষার্থীরা কয়েক দফায় গেট ভাঙার চেষ্টা চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশের উপস্থিতিতেই উত্তেজনা আরও বেড়ে যায়, যখন এক ডিপ্লোমা শিক্ষার্থী বিএসসি ইন নার্সিংয়ের এক নারী শিক্ষার্থীর মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এরপর গেট ভাঙচুর হয় এবং দুই পক্ষের মধ্যে শুরু হয় ইট-পাটকেল নিক্ষেপ, হামলা ও পাল্টা হামলা। এ ঘটনায় নারী শিক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হন।
আরও পড়ুন: গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ
কয়েকজন নারী শিক্ষার্থী অভিযোগ করেছেন, তারা কেবল মারধরেরই নয়, হেনস্তারও শিকার হয়েছেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হাফিজুর রহমান জানান, উত্তেজনা নিরসনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।