০৭ এপ্রিল ২০২৫, ১১:৫০

গাজায় গণহত্যার প্রতিবাদে ঢামেক  চিকিৎসকদের বিক্ষোভ

গাজায় গণহত্যার প্রতিবাদে ঢামেক  চিকিৎসকদের বিক্ষোভ
ঢামেক  চিকিৎসকদের বিক্ষোভ  © সংগৃহীত

গাজায় বর্বোরচিত গণহত্যার প্রতিবাদে ও গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও শিক্ষার্থীরা। সোমবার (৭ এপ্রিল) কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে মিলিত হয়ে এ  কর্মসূচি পালন করছেন তারা। 

সমাবেশে বক্তারা ইসরায়েলি পণ্য বর্জন এং মুসলিম বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান। এ সময় তারা ফ্রি ফ্রি প্যালেস্টাইন,  ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি, নারায়ে তাকবীর আল্লাহু আকবার ইত্যাদি স্লোগান দেন। 

সমাবেশে উপস্থিত ফিলিস্তিন থেকে ঢামেকে পড়তে আসা শিক্ষার্থী ইব্রাহীম বলেন, আজ সকালেও ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। তারা আমাদের ওপর গণহত্যা চালিয়ে আনন্দ পেলেও, ফিলিস্তিনিরা কখনো তাদের সাথে আপস করবে না। 

এ সময় গাজাবাসীর প্রতি সংহতি জানানোর জন্য বাংলাদেশিদের ধন্যবাদ জানান তিনি।