১৮ জানুয়ারি ২০১৯, ১১:১২
সাদার্ন মেডিকেলের গভর্নিং বডির সদস্য ডা. হোসেন
চট্টগ্রামের সাদার্ন মেডিকেল কলেজ হাসপাতালের গভর্নিং বডির সদস্য নির্বাচিত হয়েছেন ডা. হোসেন আহমেদ। তিনি বিএমএ চট্টগ্রাম শাখার কার্যকরী সদস্য ও সাদার্ন মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক।
বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি সর্বোচ্চ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন। একই সঙ্গে গাইনি ও অবস বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. নাসিমা আকতারও সদস্য নির্বাচিত হয়েছেন।
হাসপাতালের কনফারেন্স রুমে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৫৩ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।