২৮ ডিসেম্বর ২০১৮, ২০:০৭

ডা. শওকত ওসমানের ইন্তেকাল

ডা. এস এম শওকত ওসমান

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নাক কান বিভাগের সাবেক প্রধান ও চকরিয়া জমজম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: এস এম শওকত ওসমান গত বুধবার সন্ধ্যায় ঢাকার ইম্পালস হসপিটালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ঢাকা, চট্টগ্রাম ও চকরিয়ায় নামাজে জানাজা শেষে তাকে চকরিয়ার গ্রামের বাড়ি কৈয়ারবিল পরিবারিক কবরস্থানে বৃহস্পতিবার বিকালে দাফন করা হয়েছে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চেয়ারম্যান প্রফেসর ডা: মাহবুব কামাল চৌধুরীসহ হাসপাতালের পরিচালকেরা।

ডা. শওকত ওসমান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালেরর পরিচালক, চকরিয়া জমজম হাসপাতালের ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন সামাজিক ও সেবামুলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। এছাড়া অনেক সামাজিক কর্মকান্ডে তিনি যুক্ত ছিলেন।

এদিকে ডাক্তার শওকত ওসমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সাংবাদিক, চিকিৎসক, আত্মীয়-স্বজনসহ আরও অনেকে।