২৩ জানুয়ারি ২০২৫, ১২:০৬

মেডিকেলে ভর্তিতে কুড়িগ্রাম সরকারি কলেজের সাফল্য

কুড়িগ্রাম সরকারি কলেজ  © সংগৃহীত

মেডিকেল ভর্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য দেখিয়েছে কুড়িগ্রাম সরকারি কলেজ। সর্বশেষ তথ্য অনুযায়ী, এই কলেজ থেকে এবার ১৬ জন শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। যা জেলার মধ্যে সর্বোচ্চ।

তবে এই সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত কলেজ থেকে প্রশংসাপত্র নিতে এসেছেন সাতজন শিক্ষার্থী।

এ বিষয়ে জানতে চাইলে কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দীন বলেন, ‘আমরা দিন দিন অনেক এগিয়ে যাচ্ছি। যদি অভিভাবক ও শিক্ষার্থীরা সক্রিয়ভাবে এগিয়ে আসেন এবং আমাদের সহযোগিতা করেন, তাহলে আমরা আগামী বছর আরও ভালো ফলাফল করতে পারব ইনশাআল্লাহ। তাদের সমস্যাগুলো আমাদের জানাতে হবে, তাহলেই আমরা সঠিকভাবে তা সমাধান করতে পারব এবং সর্বোচ্চ সেবা দিতে সক্ষম হব।’

তিনি জানান, প্রতি বছর কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে অসংখ্য শিক্ষার্থী বুয়েট, মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়ে থাকেন। এরই ধারাবাহিকতায় এই কলেজের শিক্ষাব্যবস্থার গুণগত মান বৃদ্ধির উদাহরণ ও  সাফল্য এটি।

শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা স্বীকার করে অধ্যক্ষ জানান, শিক্ষার্থীদের পরিশ্রম, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং অভিভাবকদের সমর্থনের সমন্বয়ে এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে কুড়িগ্রাম সরকারি কলেজ শিক্ষা ক্ষেত্রে আরও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।