২২ নভেম্বর ২০২৪, ০১:৩৯

৬ মাসের ইন্টার্নশিপের সুযোগ ম্যাটস শিক্ষার্থীদের

  © লোগো

মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের ৪ বছরের একাডেমিক কোর্স শেষে ভাতাবিহীন ৬ মাসের ইন্টার্নের অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সাধারণ ম্যাটস ঐক্য পরিষদের পত্র ও স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের প্রস্তাবনা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব মাহবুবা বিলকিস স্বাক্ষরিত এক অফিস আদেশে এ অনুমোদন দেওয়া হয়েছে।

এতে বলা হয়, সাধারণ ম্যাট শিক্ষার্থী ঐক্য পরিষদের পত্র এবং স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের প্রস্তাবনা মতে মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের ভবিষ্যত পেশাগত জীবনে দক্ষতা বৃদ্ধির জন্য ৪ বছরের ম্যাটস একাডেমিক কোর্স শেষে সরকারি ও বেসরকারি হাসপাতালে লগ বুকসহ ৬ মাসের ভাতাবিহীন ইন্টার্নশিপের অনুমোদন নির্দেশক্রমে প্রদান করা হলো।

অফিস আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) রেজিস্ট্রার ও বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের সচিবসহ সংশিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।