সরকারি মেডিকেলে কত আসন ফাঁকা?
দেশের সরকারি মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এখনও ১৯টি আসন ফাঁকা রয়েছে। এ আসনগুলোতে বিশেষ বিবেচনায় ৫ম দফায় ভর্তির সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। আগামী ২৩ অক্টোবর পর্যন্ত ভর্তি হওয়া যাবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, সরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর ফাঁকা আসনগুলোতে বিশেষ বিবেচনায় শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেওয়ার উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এই উদ্যোগের অংশ হিসেবে চতুর্থ দফার মাইগ্রেশনের মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেওয়া হয়। তবে আসন ফাঁকা থাকায় ৫ম দফায় ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে।
গত মঙ্গলবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত ৫ম দফার মাইগ্রেশন সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে বিশেষ বিবেচনায় সরকারি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস কোর্সে শূন্য আসনে মেধা ও পছন্দের ভিত্তিতে ৫ম দফা অপেক্ষমাণ তালিকা হতে ভর্তির জন্য মনোনীত করা হয়েছে। সরকারি মেডিকেল কলেজসমূহের অধ্যক্ষগণ ২৩ অক্টোবরের মধ্যে অপেক্ষমাণ তালিকা থেকে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির ক্ষেত্রে অধিদপ্তরের প্রকাশিত ভর্তির বিজ্ঞপ্তির শর্তাবলী অপরিবর্তিত থাকবে। ৫ম দফায় অপেক্ষমাণ তালিকা থেকে বর্ণিত সময়ে শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শেষে তথ্য আগামী ২৪ অক্টোবরের মধ্যে পরিচালক, চিকিৎসা শিক্ষা শাখায় (স্বাস্থ্য অধিদপ্তর পুরাতন ভবন ২য় তলায়), বিশেষ বাহকের মাধ্যমে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’