২৭ জুন ২০২৪, ২০:৫১

কপালে সাপের কামড় থাকলে কামড়াবেই: বিএসএমএমইউ ভিসি

অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ নূরুল হক  © ফাইল ফটো

কপালে যদি সাপের কামড় থাকে, কাটবেই এটা নিয়ে চিন্তার কিছু নেই এমন মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ নূরুল হক। 

বৃহস্পতিবার (২৭ জুন) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে ‘Russell's Viper : Fear vs Fact’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

ভিসি বলেন, সাপ নিয়ে দেশের মানুষ অত্যন্ত আতঙ্কগ্রস্ত মিডিয়ার বদৌলতে। অ্যান্টিভেনম রেডি রাখতে হাসপাতালকে বলেছি।

হাসপাতালে দেরিতে আসা ও অপচিকিৎসা সাপে কাটায় মৃত্যুর বড় কারণ উল্লেখ করে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটু মিঞা বলেন, সাপে কাটা কেউ হাসপাতালে এসে মারা গেলে দায়ভার আমাদের।

এসময় উপজেলা পর্যায়েও এন্টিভেনমের কোনো সংকট নেই বলে দাবি করেন তিনি।

স্বাস্থ্য অধিদফতরের (প্রশাসন) অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, দেশে ৮০ প্রজাতির সাপ আছে, তার মধ্যে ১২ প্রজাতির বিষধর। দংশনের ৩০ শতাংশ ক্ষেত্রে বিষ ঢালে সাপ।

তিনি বলেন, মিডিয়ার মাধ্যমে সাপের বিরুদ্ধে বিপ্লব ডাকার মাধ্যমে বিপদ ডেকে আনছি আমরা। সাপের বিরুদ্ধে বিপ্লব না করে যথাযথ চিকিৎসা দিতে হবে। সাপ ইকোলজির জন্য ইতিবাচক। জোরে বা মাটিতে কম্পন করে হাঁটলে সাপ দূরে চলে যাবে বলেও জানান তিনি।