নৌকাডুবে মারা গেলেন মেডিকেল কলেজছাত্র মোশাররফ

মোশাররফ হোসেন মিল্টন
মোশাররফ হোসেন মিল্টন  © সংগৃহীত

শেরপুরে নৌকাডুবিতে রংপুর মেডিকেল কলেজের এক শিক্ষার্থীসহ মোট দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৫ জন। শুক্রবার (২১ জুন) দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইলে নৌকাডুবির এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কান্দুলি গ্রামের সুরহাব মিয়ার ছেলে ও রংপুর মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র মোশাররফ হোসেন মিল্টন (২১) এবং একই এলাকার সাদামিয়ার ছেলে ও শেরপুর তিনআনী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আমানউল্লাহ (২১)। তারা একে অপরের বন্ধু।

জানা যায়, ঝিনাইগাতীর দক্ষিণ কান্দুলি গ্রামের মেডিকেলের ছাত্র মিল্টন ও তার কয়েকজন বন্ধু মিলে পাশের ধলি বিলে নৌকায় করে ঘুরতে যায়। বিলের মাঝখানে গিয়ে একটি নৌকা উল্টে গেলে ওই নৌকার যাত্রীরা সাঁতার না জানায় পানিতে ডুবে যায়।

পরে সাথে থাকা নৌকার মাঝি ও যাত্রীরা তাদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাদেরকে শেরপুর জেলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মোশারফ ও আমানুল্লাহকে মৃত ঘোষণা করেন।

শেরপুর জেলা হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. খাইরুল কবীর সুমন জানান, ঝিনাইগাতীর বিলে নৌকাডুবির ঘটনায় কয়েকজনকে জেলা হাসপাতালে আনা হয়। এ সময় হাসপাতালে আনার আগেই দুই জনের মৃত্যু হয়।

 

সর্বশেষ সংবাদ