বিএসএমএমইউতে নার্সিংয়ে ভর্তির ফল প্রকাশ, উত্তীর্ণ ১৭৪
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে নার্সিং অনুষদের অধীনে ব্যাচেলর অব সায়েন্স (বিএসসি) ইন নার্সিংয়ে ভর্তির ফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে সাধারণ ১৫৮ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৯ জন এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটায় ৭ জন। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘শনিবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা প্রাথমিকভাবে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। মৌখিক পরীক্ষার তারিখ ও সময় পরে জানানো হবে। মৌখিক পরীক্ষার সময় প্রবেশপত্র, এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র, এনআইডি কার্ড এবং প্রযোজ্যদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার সার্টিফিকেট নিয়ে আসতে হবে।’
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ মে। প্রাথমিক নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা ৩০ মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bsmmu.ac.bd) প্রকাশ করা হবে।