মেডিকেলে পড়া নিয়ে দুশ্চিন্তায় আমানুল্লাহ, ভর্তি হয়েছেন সুদের টাকায়

 ভ্যানচালক আজগার আলী  ও তার ছেলে আমানুল্লাহ হোসাইন
ভ্যানচালক আজগার আলী ও তার ছেলে আমানুল্লাহ হোসাইন  © সংগৃহীত

দরিদ্র ভ্যানচালক আজগার আলী ছেলে আমানুল্লাহ হোসাইন ভর্তি হয়েছেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজে । গ্রামের একজনের কাছ থেকে সুদে টাকা নিয়ে ছেলেকে মেডিকেল কলেজে ভর্তি করেছেন আজগার আলী। ভর্তি হলেও এখন তাঁর পড়াশোনার খরচ কীভাবে জোগাড় করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।

আজগার আলীর বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার প্রত্যন্ত এলাকা গয়েশবাড়ি গ্রামে। তাঁর ছেলে আমানুল্লাহ হোসাইন এবার মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় ৭১ দশমিক ৫ (মেধাতালিকায় ২ হাজার ৫৯৩তম) নম্বর পেয়ে কুমিল্লা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। ইতিমধ্যে তিনি ভর্তি হয়ে গেছেন।

তাঁদের বাড়িতে গিয়ে দেখা যায়, ছোট বসতভিটায় টিনশেড ঘর। ঘরের বেড়াও টিনের তৈরি। আজগার আলী জানান, তিনি গেঁটে বাতে আক্রান্ত। শরীরে তীব্র ব্যথা থাকায় বেশিক্ষণ ভ্যান চালাতে পারেন না। ভ্যান চালিয়ে দিনে যে টাকা আয় করেন তা দিয়ে তার ঠিকমতো সংসার চলে না। এর মধ্যেও দুই সন্তানকে পড়াশোনা করাচ্ছেন। ছোট মেয়ে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করে।

আজগার আলী বলেন, ‘ছেলে ডাক্তারিতে চান্স পাওয়াতে এলাকার সগলেই এখন আমাক সম্মান করে। কিন্তু এই পড়ায় নাকি ম্যালা খরচ। এমনিতেই মাথার ওপর ঋণের বোঝা আর কিস্তির চাপ। এর ওপর আমার শরীরও ভালো না। শরীর ভালো থাকলে না হয় আরেকটু বেশি রোজগার করব্যার পারত্যাম। এ অবস্থায় ছেলের পড়াশোনার এত খরচ কোনথ্যা জোগাড় করব, তা নিয়্যা কূলকিনারা পাত্যাছি না।’

 আমানুল্লাহ বলেন, ‘বাবা শরীরে প্রচণ্ড ব্যথা নিয়ে ভ্যান চালান। রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না। শুধু আমাদের দুই ভাইবোনকে মানুষ করার জন্য বাবা এত কষ্ট করে যাচ্ছেন। আগে বাড়িতে থেকে পড়াশোনা করতাম। সেই খরচ যোগাতেই বাবার কষ্ট হতো। এখন তো সেই ম্যালা দূর কুমিল্লায় গিয়ে পড়ালেখা করতে হবে। মাসে নাকি কম করে হলেও আট থেকে নয় হাজার টাকা খরচ লাগবে। এত টাকা বাবা কোথা থেকে জোগাড় করবেন, সেই চিন্তায় মনটা খারাপ হয়ে থাকে।’


সর্বশেষ সংবাদ