প্রিন্সিপালকে ওএসডি করায় শিক্ষার্থীদের বিক্ষোভ
ঢাকার মিরপুরে সরকারী ডেন্টাল কলেজের প্রিন্সিপালকে ওএসডি করার প্রতিবাদে বৃহস্পতিবার অনির্দিষ্ট কালের জন্য ক্লাস বর্জন ও বিক্ষোভ করছে শিক্ষার্থী। সকালে তারা প্রিন্সিপালের কক্ষসহ শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে।
এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, রোববার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয় কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. আবুল কালাম ব্যাপারীকে ওএসডি করে। এর প্রতিবাদে তারা বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি ঘোষণা করেছে।
শিক্ষার্থীরা জানান, ডা. আবুল কালাম ব্যাপারী সম্প্রতি কলেজের অবকাঠামো নির্মাণ ও শিক্ষার মান উন্নত করতে ব্যাপক ভূমিকা পালন করেন। তাঁর উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রতিহিংসা পরায়ন হন বিরোধী একটি চক্র। তারা ষড়যন্ত্র করে তাকে ওএসডি করায়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ‘প্রিন্সিপাল স্যারের ওএসডি প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমরা ক্লাস বর্জন কর্মসূচি চালিয়ে যাব।’ সকাল ১০টার থেকে শিক্ষার্থীরা এই ক্লাস বর্জন ও বিক্ষোভ মিছিল পালন করছে।