ইন্টার্ন চিকিৎসকদের ভাতা আরও বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক  © ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সারাদেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্র্যাজুয়েট (ইন্টার্ন চিকিৎসক) কোর্সের আবাসিক ও অনাবাসিক চিকিৎসকদের ভাতা আগামীতে আরও বাড়ানো হবে। 

বুধবার (১৩ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এটা (২৫ হাজার টাকা) খুব বেশি না, আরও বেশি টাকা বাড়াতে পারলে ভালো হতো। ভালোর শেষ নেই। ধীরে ধীরে এটা আরও বাড়বে।

জাহিদ মালেক বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছে। এরপর এসেছে করোনা মহামারি। সর্বোচ্চ চেষ্টা করেছি স্বাস্থ্য খাতের উন্নয়নে। 

প্রসঙ্গত, মাসিক ভাতা ৫০ হাজার টাকা এবং নিয়মিত দেওয়ার দাবি নিয়ে গত জুলাইয়ে আন্দোলনে নামেন পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট চিকিৎসকরা। আন্দোলনের মুখে মাসিক ভাতা ৫ হাজার টাকা বাড়িয়ে ২৫ হাজার করে সরকার।


সর্বশেষ সংবাদ