০৬ নভেম্বর ২০২৩, ১৬:২৪

বিএসএমএমইউর নন-রেসিডেন্সি এমডি-এমএস কোর্সে ভর্তির সুযোগ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও অধিভুক্ত মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইনস্টিটিউটের নন-রেসিডেন্সি এমডি-এমএস স্নাতকোত্তর কোর্সের শিক্ষার্থীদের আবেদন ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জানুয়ারি-২০২৪ সেশনে এমডি-এমএস স্নাতকোত্তর কোর্সের পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীরা ৫ থেকে ৩০ নভেম্বর এর মধ্যে আবেদন ফরম পূরণ করতে পারবেন। পরীক্ষার ফি’ও এ সময় জমা দেওয়া যাবে। আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমা প্রদান–সম্পর্কিত যাবতীয় নিয়মাবলি নোটিশে উল্লেখ করা হলো।’

কোর্স ও পর্ব: এমডি ও এমএস প্রথম, দ্বিতীয় ও ফাইনাল পর্ব।

লিখিত পরীক্ষার সম্ভাব্য সময়সূচি: ২০ থেকে ২৫ জানুয়ারি ২০২৪ পর্যন্ত।

এমডি-এমএস পরীক্ষা ফি (অফেরতযোগ্য) পূবালী ব্যাংক লিমিটেডের শাহবাগ অ্যাভিনিউ মডেল শাখা, ঢাকা-১০০০-এ জমা দিতে হবে। ফি জমার হিসাব নম্বর–COURSE EXAM. & MISC. FUND SND-A/C NO- 0947102001727।

বিস্তারিত দেখুন এখানে