অস্বচ্ছল কোটায় নির্বাচিতদের ২০ আগস্টের মধ্যে ভর্তির নির্দেশ
দেশের বেসরকারি মেডিকেলে অস্বচ্ছল কোটায় ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ২০ আগস্টের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সাথে ২২ আগস্টের মধ্যে ভর্তিকৃতদের তথ্য পাঠাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২-২৪ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেলে অস্বচ্ছল কোটায় ভর্তির জন্য নির্বাচিতদের আজ শনিবার থেকে আগামী ২০ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষের সাথে যোগাযোগ করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়া কোটায় ভর্তিকৃত শিক্ষার্থীদের তথ্য আগামী ২২ আগস্টের মধ্যে পাঠাতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোটায় ভর্তিকৃত এবং অ-ভর্তিকৃত শিক্ষার্থীদের তথ্যের সফট কপি ইমেইলের মাধ্যমে এবং হার্ডকপি ভারপ্রাপ্ত পরিচালক (চিকিৎসা শিক্ষা) বরাবর পাঠাতে হবে।