০৮ আগস্ট ২০২৩, ২১:০৬

অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ৩১ চিকিৎসক

স্বাস্থ্য মন্ত্রণালয়  © ফাইল ফটো

দেশের বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজে কর্মরত ৩১ চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার (৮ আগস্ট) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এস.এস.বি) সুপারিশের প্রেক্ষিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে কর্মরত  নিম্নবর্ণিত কর্মকর্তগণকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ টাকা ৫৬,৫০০-৭৪,৪০০ বেতনক্রমে নামের পার্শ্বে বর্ণিত বিষয়ে অধ্যাপক পদে পদোন্নতি প্রদানপূর্বক শূন্য পদে পদায়নের জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান বিভাগে ন্যস্ত কা হলো।’

‘রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো,’বলা হয় প্রজ্ঞাপনে।