পোস্ট গ্র্যাজুয়েটদের ভাতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে: বিএসএমএমইউ ভিসি
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, ‘পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকদের ভাতা বৃদ্ধির বিষয়টি স্বাস্থ্যমন্ত্রী এবং সচিব মহোদয়কে অবহিত করা হয়েছে। আশা করছি তারা এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবেন।’
শনিবার (৮ জুলাই) সন্ধ্যায় দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা জানান বিএসএমএমইউ উপাচার্য।
তিনি জানান, ‘বেসরকারি পোস্টগ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবির সঙ্গে আমরাও একমত। তাদের ভাতা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে আমরা চেষ্টা করছি। আশা করছি খুব শিগগিরই তারা সুখবর পাবেন।’
পোস্টগ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থীরা ৫০ হাজার টাকা ভাতা করার দাবি জানিয়েছেন। তাদের এই দাবি মেনে নেওয়া প্রসঙ্গে বিএসএমএমইউ ভিসি আরও বলেন, তারা তাদের দাবি জানিয়েছে। আমরা ভাতা বৃদ্ধির কেউ নই। প্রশিক্ষণার্থীদের দাবি আমরা সংশ্লিষ্টদের অবহিত করেছি। তারাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।