০১ জুন ২০২৩, ১৭:১৭

বেসরকারি ডেন্টালের ভর্তি বিজ্ঞপ্তি চলতি মাসে

শিক্ষার্থী  © ফাইল ফটো

দেশের বেসরকারি ডেন্টাল কলেজের (বিডিএস) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি চলতি মাসের মাঝামাঝি প্রকাশ করা হতে পারে। সরকারি ডেন্টালের ভর্তি শেষে বেসরকারিতে ভর্তির কাজ শুরু হবে।

সম্প্রতি দ্যা ডেইলি ক্যাম্পাসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন।

তিনি বলেন, সরকারি ডেন্টাল কলেজের ভর্তি প্রক্রিয়া এখনও শেষ হয়নি। সরকারিতে ভর্তি শেষ হলে বেসরকারি ডেন্টালে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। চলতি মাসেই এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

এর আগে গত ৫ মে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৭ মে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

গত ২৩ মে থেকে ২৮ মে পর্যন্ত নির্বাচিত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অফিস চলাকালীন সময়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা বলা হয়। লের ওপর বিধিসম্মত যেকোনো পরিবর্তন কেন্দ্রীয় ভর্তি কমিটি সংরক্ষণ করে।