বিএসএমএমইউতে এফসিপিএস সাব-স্পেশালিটিতে ভর্তি, আবেদন শেষ কাল

বিএসএমএমইউ
বিএসএমএমইউ  © সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জুলাই-২০২৩ সেশনে এফসিপিএস সাব–স্পেশালিটিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহীদের আগামীকালের (৩০ এপ্রিল) মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

বিএসএমএমইউর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিএসএমএমইউর রিপ্রোডাকটিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি, ফিটো ম্যাটারন্যাল মেডিসিন, গাইনোকোলজিক্যাল অনকোলজি, সার্জিক্যাল অনকোলজি, কলোরেক্ট্রাল সার্জারি ও হেপাটোবিলিয়ারি সার্জারি সাব-স্পেশালিটিতে প্রশিক্ষণ গ্রহণে ইচ্ছুক এমএস/এফসিপিএস (অবস অ্যান্ড গাইনি/জেনারেল সার্জারি) ডিগ্রিপ্রাপ্ত সরকারি, বেসরকারি ও বিএসএমএমইউ প্রার্থীদের কাছ থেকে জুলাই-২০২৩ সেশনের জন্য নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করা যাবে।’

আবেদন যেভাবে: আগ্রহীরা এই ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ  পূরণপূর্বক ৩০ এপ্রিল বেলা আড়াইটার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র এবং ফি জমাদানের রসিদসহ রেজিস্ট্রার কার্যালয়ে জমা দিতে হবে।

আবেদন ফি: পূবালী ব্যাংক লিমিটেড, শাহবাগ অ্যাভিনিউ শাখায় ‘বিএসএমএমইউ অ্যাডমিশন ফান্ড হিসাব নম্বর-০৯৪৭১০২০০১৭৩১’–এ ৩ হাজার টাকা জমা দিতে হবে


সর্বশেষ সংবাদ