ক্যালেডোনিয়ান নার্সিং কলেজে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু আজ
২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমএস সি ইন নার্সিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এবং যুক্তরাজ্যের গ্লাসগো ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটির কারিগরি সহযোগীতায় পরিচালিত গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিং (জিসিসিএন)।
কোর্স সমূহ:
১. এম.এস.সি ইন এডাল্ট এন্ড এন্ডারলি হেল্থ নার্সিং
২. এমএসসি ইন কমিউনিটি হেল্থ নার্সিং
৩. এম.এস.সি ইন নার্সিং এডুকেশন (প্রস্তাবিত)
ভর্তির যোগ্যতা:
১. বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (বিএনএমসি) কর্তৃক স্বীকৃত যে কোন নার্সিং কলেজ থেকে নার্সিং/পাবলিক হেল্থ নার্সিং-এ স্নাতক ডিগ্রী ।
২. বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (বিএনএমসি) প্রদত্ত স্থায়ী নিবন্ধন (হাল নাগাদ থাকতে হবে।
৩. সরকারী চাকরিরত আবেদনকারীর ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমতি প্রাপ্ত হতে হবে
ভর্তি ফরম সংগ্রহ ও জমাদান : সরকারী ছুটির দিন ব্যতীত জিসিসিএন অফিস থেকে ভর্তি ফরম সংগ্রহ করা এবং জমা দেয়া যাবে। এ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে যেকোন সময়ে কলেজর ওয়েব সাইট (www.geen.ac.bd) থেকে অনলাইন পেমেন্টের মাধ্যমে সরাসরি ফরম পূরন ও জমা দান করা যাবে।
আবেদন ফি: ১০০০/- (এক হাজার) টাকা
আবেদনের সময়সীমা: ১৮ এপ্রিল ২০২৩ থেকে ২৫ মে ২০২৩ তারিখ সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত
প্রয়োজনীয় নথি:
১. বিএনএমসি কর্তৃক হালনাগাদ নিবন্ধন পত্র।
২. সরকারী চাকরিরত প্রার্থীগণের ক্ষেত্রে প্রতিষ্ঠানের অনুমতিপত্র। ৩. জাতীয় পরিচয়পত্র কপি সংযুক্ত করতে হবে।
৪. সদ্য তোলা দুই কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে।
৫. নির্বাচিত প্রার্থীদের ভর্তির সময় মূল সনদপত্র কলেজে জমা রাখতে হবে।
ভর্তি পরীক্ষা: ২৬ মে-২০২৩ তারিখে কলেজ ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। চুড়ান্ত পরীক্ষার ভালো ফলাফলের উপর স্কলারশিপের ব্যবস্থা আছে।