দাখিল পরীক্ষার্থীদের ৩ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর   © ফাইল ফটো

চলতি বছরের দাখিল পরীক্ষার্থীদের তিন সপ্তাহের অ্যাসাইনমেন্ট একসাথে প্রকাশ করা হয়েছে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে।

বুধবার (১৬ মার্চ) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মো. জিয়াউল আহছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, চলমান কোভিড-১৯ পরিস্থিতির কারণে ২০২২ সালের দাখিল পরীক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক (এনসিটিবি) বোর্ড কর্তৃক প্রণীত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে প্রণয়ন করা হয়েছে। উক্ত সিলেবাসের আলোকে চলতি বছরের দাখিল পরীক্ষার্থীদের তিন সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দাখিল পরীক্ষার্থীদের ২৩তম সপ্তাহের জন্য ৯টি বিষয়ের, ২৪তম সপ্তাহের জন্য ৪টি এবং ২৫তম সপ্তাহের জন্য ৩টি বিষয়ের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হলো।

অ্যাসাইনমেন্ট দেখতে এখানে ক্লিক করুন


সর্বশেষ সংবাদ