২৫ ডিসেম্বর ২০২১, ২২:৩২

জাতীয়করণ হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলিম মাদ্রাসা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলিম মাদ্রাসা  © সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের অংশ হিসেবে পঞ্চগড় সদর উপজেলাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলিম মাদ্রাসাটি অর্ন্তভূক্ত হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ ফিজনুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, গত ১৪ জানুয়ারি ২০নং স্মরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক অনুমোদিত ২৮টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের নির্দেশনা দেন।

আরও পড়ুন: মানসম্পন্ন সব স্কুল জাতীয়করণের সুপারিশ

ফিজনুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক অনুমোদিত ২৮টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণে মধ্যে পঞ্চগড় সদর উপজেলাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলিম মাদ্রাসাটি অর্ন্তভূক্ত রয়েছে।

আরও পড়ুন: শেখ হাসিনার হাত ধরেই জাতীয়করণ হবে সব শিক্ষাপ্রতিষ্ঠান

বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলিম মাদ্রাসাটি সরকারিকরণের লক্ষ্যে প্রজ্ঞাপন জারির বিষয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিকে গৃহীত কার্যক্রম এ কার্যালয়কে জরুরি ভিত্তিতে অবহিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলিম মাদ্রাসার জাতীয়করণের খবরে সন্তোষ প্রকাশ করেছেন মাদ্রাসার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা বলছেন, তাদের এ দাবি দীর্ঘদিনের।

আরও পড়ুন: শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের পরিকল্পনা করছে সরকার: শিক্ষা উপমন্ত্রী

এদিকে, দীর্ঘদিন থেকে স্কুল-কলেজ সরকারিকরণের পাশাপাশি বাকি বেসরকারি মাদ্রাসাগুলোও জাতীয়করণের দাবি জানিয়ে আসছেন শিক্ষকরা। তারা বলছেন, মাদ্রাসা জাতীয়করণ কোনো নামগন্ধও নেই। এটা যেন নিয়ম হয়ে গেছে যে, মাদ্রাসা জাতীয়করণ করা হবে না। তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলিম মাদ্রাসাটি জাতীয়করণের ফলে বাকি বেসরকারি মাদ্রাসাগুলোও জাতীয়করণের আশা দেখা যাচ্ছে।

মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আন্দোলন করা শিক্ষকরা বলছেন, বর্তমান সরকারের আমলে তিন দফায় ২৮৬টি কলেজ সরকারি করা হয়েছে। আরো কলেজ যুক্ত হবে জাতীয়করণে তালিকায়। ৩১৫টি মডেল স্কুল (উচ্চবিদ্যালয়) সরকারিকরণের উদ্যোগ নেয় সরকার। ছয় শতাধিক স্কুল-কলেজ জাতীয়করণ করা হলেও একটি মাদ্রাসাও জাতীয়করণ করা হয়নি।