২৮ নভেম্বর ২০২১, ২২:৫৮

মাদ্রাসা গেটের সামনের দোকান না রাখার নির্দেশ

দোকান  © ফাইল ফটো

দেশের সরকারি-বেসরকারি মাদ্রাসার গেটের সামনে স্থায়ী কিংবা অস্থায়ী দোকান না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এটি বাস্তবায়ন করতে মাদ্রাসা অধ্যক্ষ ও ম্যানেজিং কমিটির সভাপতিদের চিঠি পাঠানো হয়েছে।

রোববার (২৮ নভেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক (প্রশাসন) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদয়ীয় স্থায়ী কমিটির এক সভায় শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দোকান না রাখার নির্দেশ দেয়া হয়। সেই নির্দেশনার আলোকে সরকারি-বেসরকারি মাদ্রাসার সামনে দোকান বন্ধের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।