১৭ নভেম্বর ২০২১, ১৮:০৬

ডেঙ্গু আক্রান্ত হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

  © ফাইল ফটো

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরের আগ্রাবাদে অবস্থিত মা ও শিশু হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

মৃত সাদ্দাম হোসেন আল কাদেরী (৩৫) উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট এলকার বাসিন্দা। তিনি উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের গাউসিয়া তৈয়বিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক এবং ভাটিয়ারী স্টেশন রোড এলাকার নেয়ামত আলী শাহ জামে মসজিদের খতিব ছিলেন।

সাদ্দামের বড় ভাই মো. মহসিন জানান, দুই দিন আগে তাঁর ভাইয়ের জ্বর ও শরীরের বিভিন্ন স্থানে ব্যথা শুরু হয়। সেই সঙ্গে পেট ফুলে যেতে থাকে। অবস্থা খারাপ হতে থাকলে তাকে প্রথমে উপজেলার বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে নেওয়া হয়।

অবস্থার আরও অবনতি হলে তাকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার ডেঙ্গু ধরা পড়ে। আজ সকাল আটটায় সেখানেই তার মৃত্যু হয়।

সাদ্দামের চার বছর বয়সী ছেলে ও এক বছর বয়সী কন্যাসন্তান আছে।