টাকা ও মোবাইলের জন্য হত্যা করা হয় সেই মাদ্রাসাছাত্রকে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ অক্টোবর ২০২১, ০২:০৭ PM , আপডেট: ২০ অক্টোবর ২০২১, ০২:০৭ PM
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক সপ্তাহ আগে এক মাদ্রাসাছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত আসামী আয়ান বাউরিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে পুলিশ জেলার শমশেরনগরের ডবলছড়া চা বাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করে। আর বুধবার (২০ অক্টোবর) দুপুরে তাকে মৌলভীবাজার কোর্টে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, টাকা ও মোবাইলের জন্য আয়ান দা দিয়ে কুপিয়ে তুহিনকে হত্যা করে। ঘটনাস্থল থেকে দা জব্দ করা হয়।
গ্রেফতার আয়ান বাউরি শমসেরনগরের ডবলছড়া চা বাগান এলাকার মৃত বসুক বাউরির ছেলে।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, তারা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে বিশেষ অভিযান চালিয়ে ক্লুলেস এই হত্যা মামলার রহস্য উদঘাটন করে প্রধান আসামি আয়ান বাউরিকে গ্রেফতার করেছে।
গত ১১ অক্টোবর রাতে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মাদ্রাসাছাত্র আশরাফুল ইসলাম তুহিনকে (১৫) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরেরদিন ১২ অক্টোবর নিহত তুহিনের বাবা সজ্জাদ আলী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই তদন্তে নামে পুলিশ। ছয়দিন চেষ্টার পর ১৯ অক্টোবর রাতে আসামী আয়ান বাউরিকে গ্রেফতার করে তারা।