ক্লাসে ফিরেছে মাদ্রাসার শিক্ষার্থীরাও

স্বাস্থ্যবিধি মেনে মাদ্রাসগুলোতে ক্লাস শুরু হয়েছে
স্বাস্থ্যবিধি মেনে মাদ্রাসগুলোতে ক্লাস শুরু হয়েছে  © সংগহীত

করোনাভাইরাস মহামারীর কারণে দেড় বছর বন্ধ থাকার পর সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের মতো মাদরাসাগুলোতেও আজ রবিবার (১২ সেপ্টেম্বর) থেকে ক্লাস শুরু হয়েছে। দীর্ঘদিন পর মাদরাসা চালু হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক- সবাই খুশি।

লালবাগ জামিয়া কোরানিয়া আরাবিয়া মাদরাসার ‘দাওরায়ে হাদিস’ বিভাগের ছাত্র আরমান হোসাইন বলেন, অন্যরা অনলাইনে ক্লাস পেলেও মাদরাসার শিক্ষার্থীরা এই সুবিধা পায়নি। তাই ক্লাসের ক্ষতি কীভাবে পুষিয়ে নেওয়ার বিষয়টি নিয়ে শিক্ষকদের ভাবতে হবে।

তিনি বলেন, এক বছরে বড় বড় ছয়টি কিতাব পড়ে শেষ করতে হয়। তবে ক্লাস শুরু হয়েছে এতেই ছাত্ররা অনেক খুশি।

মাদ্রাসায় সশরীর ক্লাস করতে এসেছেন যাত্রাবাড়ীর তামিরুল মিল্লাত মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র শফিকুল ইসলামও।

তিনি বলেন, দেড় বছর ধরে ঘরে থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়ছিলাম। অনলাইনে ক্লাস করেছি, কিন্তু ভালো লাগত না। কারণ, মাদ্রাসায় আসতে পারতাম না। বন্ধুদের সঙ্গে দেখা হতো না। সব সময় মনে হতো কবে মাদ্রাসা খুলবে, কবে আবার ক্লাসে যাব। তবে দেড় বছর পর আমার আক্ষেপ শেষ হয়েছে।

তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আবু ইউসুফ খান গণমাধ্যমকে বলেন, ভার্চুয়াল ছাত্রদের দেখলেও সরাসরি দেখায় মনের যে প্রশান্তি মেলে, তা তো ছিল না। আল্লাহর অশেষ রহমতে আবার প্রতিষ্ঠান খুলেছে, আবার ক্লাস শুরু হয়েছে।


সর্বশেষ সংবাদ