অনুদানবঞ্চিত ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের তথ্য চেয়েছে সরকার

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর  © সংগৃহীত

দেশের অনুদানভুক্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় কর্মরত অনুদানবিহীন শিক্ষকদের তথ্য চেয়েছে সরকার। জনবল কাঠামো ও অনুদান নীতিমালা জারির আগেই মাদরাসা শিক্ষা অধিদপ্তরের কাছ থেকে এসব তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ।  সম্প্রতি এক চিঠির মাধ্যমে তথ্য পাঠানোর নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।

শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার অনুদানবিহীন শিক্ষকদের অনুদান প্রদানের জন্য এ তথ্য চাওয়া হয়েছে। ইবতেদায়ি মাদরাসাগুলোর জনবল কাঠামো ও অনুদান নীতিমালা জারির আগে শূন্যপদে নিয়োগপ্রাপ্ত ও কর্মরত অনুদানবিহীন শিক্ষকদের তথ্য চাওয়া হয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের কাছে।

এর আগে ২০১৮ খ্রিষ্টাব্দের ১৮ নভেম্বর স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা স্থাপন, স্বীকৃতি, পরিচালনা, জনবল কাঠামো এবং বেতন ভাতাদি ও অনুদান সংক্রান্ত নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ।

 


সর্বশেষ সংবাদ