২১ মে ২০২১, ১৬:৫৭

হাটহাজারী মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষের ছাত্র ভর্তি শুরু ৩০ মে

হাটহাজারী মাদ্রাসা  © ফাইল ছবি

আগামী ৩০ মে থেকে দেশের সর্বপ্রাচীন ও সর্ববৃহৎ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল্-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম বা হাটহাজারী মাদ্রাসার জামিয়ার সকল বিভাগের নতুন ও পুরাতন ছাত্রদের ভর্তি কার্যক্রম শুরু হবে।

জামিয়ার মজলিসে এদারী ও মজলিসে ইলমির সিদ্ধান্ত অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার (২০ মে) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে ভর্তিচ্ছুক ছাত্রদের মাদ্রাসা কর্তৃপক্ষের কিছু নিয়মাবলির সঙ্গেও ভর্তির প্রয়োজনীয় কাগজপত্রের কথাও উল্লেখ করা হয়েছে।

নিচের শর্তসাপেক্ষে জামিয়ায় নতুন ছাত্রদের ভর্তির অনুমতি দেওয়া হবে-

১) আচার- আচরণ, চাল-চলন, পোষাক-পরিচ্ছেদ তালেবুল ইলমের মান সম্পন্ন হতে হবে।
২) শরীয়া পরিপন্থী কোন কার্যকলাপে লিপ্ত না হতে হবে।
৩) প্রচলিত রাজনৈতিক ও আরাজনৈতিক কোন সংগঠন ও আইন-শৃঙ্খলা বিরোধী কোন কার্যক্রমের সাথে কোন ভাবে সম্পৃক্ত না থাকতে হবে।
৪) জমিয়ার ক্লাস ও ছাত্রবাসসহ, ক্যাম্পাসে মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকতে হবে। কোন প্রকার স্মাটফোন পাওয়াগেলে জব্দ করা হবে। নরমাল মোবাইল ফোন আছরের পর থেকে মাগরিব পর্যন্ত ব্যবহারের সুযোগ থাকবে।
৫) কোন ছাত্র কোন প্রকার সোস্যাল মিডিয়ায় পোষ্ট দিলে শাস্তির যোগ্য হবে।
৬) সর্বাবস্থায় মাদ্রাসা ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
৭) প্রত্যেক জামাতে কোটা ভিত্তিক ছাত্র ভর্তি করা হবে। মেধাবী ও আখলাকী ছাত্রদের প্রাধান্য দেয়া হবে।

পুরাতন ছাত্রদের ভর্তির জন্য যা প্রয়োজন-

১) বিগত বছরের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২) চার কপি ছবি, এনআইডি কার্ড/জন্ম নিবন্ধন ফটোকপি ও মাদ্রাসার হুসনে আখলাকের সনদ দরখাস্তের সাথে জমা দিতে হবে।
৩) মাদ্রাসার হোস্টেলে অবস্থানের জন্য বরদ্দকৃত সিটের রসিদ দরখাস্তের সাথে জমা করতে হবে।

নতুন ছাত্রদের ভর্তির জন্য যা প্রয়োজন-

১) উল্লেখিত শর্তসহ পূর্বের মুলহেকা মাদ্রাসা থেকে নম্বর পত্র, ছাড়পত্র ও হুসনে আখলাকের সনদ সংযুক্ত করতে হবে।
২) গাইরে মুলহেক মাদ্রাসা থেকে ছাড়পত্র বা গ্রহণযোগ্য কোন আলেম বা জামিয়া হাটহাজারীর কোন উস্তাদের তাসদিকনামা (প্রত্যয়নপত্র) এর মূলকপি প্রদান করতে হবে।
৩) জামিয়ার ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।