সব মাদ্রাসার ইমেইল-টেলিফোন নম্বর চেয়েছে অধিদপ্তর
দেশের সব মাদ্রাসার ওয়েবসাইট-ইমেইল অ্যাড্রেস ও মাদ্রাসা প্রধানদের টেলিফোন নম্বর চেয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার মাদ্রাসার শিক্ষা অধিদপ্তর থেকে এসব তথ্য চেয়ে সরকারি বেসরকারি সব মাদ্রাসায় চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সব সরকারি-বেসরকারি মাদ্রাসার ওয়েবসাইট এবং ইমেইল অ্যাড্রেস জানা আবশ্যক। নির্ধারিত ছক অনুযায়ী তথ্য পাঠাতে বলা হয়েছে মাদ্রাসাগুলোকে। আগামী ৭ কর্মদিবসের মধ্যে এসব তথ্য পাঠাতে বলা হয়েছে।
ছকে, জেলা, উপজেলা বা থানার নাম উল্লেখ করে প্রতিষ্ঠানের ইমেইল, ওয়েবসাইট অ্যাড্রেস, প্রতিষ্ঠান প্রধানের টেলিফোন বা মোবাইল নম্বর পাঠাতে বলা হয়েছে। ইমেইলে ও হার্ডকপিতে এসব তথ্য পাঠাতে বলা হয়েছে মাদ্রাসাগুলোকে।
একইসাথে সব সরকারি বেসরকারি মাদ্রাসা থেকে এসব তথ্য পাঠানো নিশ্চিত করতে সব জেলা প্রশাসক, ইউএনও, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বলেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।