২১ ডিসেম্বর ২০২০, ১২:৩৭

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের, স্বপ্নভঙ্গ পরিবারের

সড়ক দুর্ঘটনা  © প্রতীকী ছবি

চার ভাইবোনের সবার ছোট আবদুল্লাহ আল মামুন (৯)। মায়ের গর্ভে থাকতেই পিতাকে হারায় সে। জন্মের পর মা-বোনই ছিল তার পৃথিবী। পরিবারেরও অনেক স্বপ্ন ছিলো ছোট ছেলেকে ঘিরে। কিন্তু ট্রাকের ধাক্কায় সেই স্বপ্ন তছনছ হয়ে গেছে নিমিষেই।

রোববার বিকালে যশোরের চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের রাস্তায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী মামুন নিহত হয়েছে।

আন্দুলিয়া গ্রামের প্রয়াত কাঠু মিয়ার ছেলে মামুন। সে আন্দুলিয়া দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজীব বলেন, রোববার বিকাল পৌনে ৫টার দিকে বাইসাইকেলে আন্দুলিয়া-পুড়াপাড়া সড়কে যাচ্ছিল মামুন। পথিমধ্যে রামকৃষ্ণপুর এলাকায় পৌঁছলে দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘাতক ট্রাকটি শনাক্ত করতে পারেনি কেউ। পরিবারের লোকজন অভিযোগ করবে না বলে পুলিশকে জানিয়েছেন।

নিহতের স্বজনরা জানান, চার ভাইবোনের সবার ছোট আবদুল্লাহ আল মামুন। সে মায়ের গর্ভে থাকাকালীন পিতা স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। মা ও বোনেরা ছিল তার অবলম্বন। পরিবারের আদরের সন্তানকে হারিয়ে সবাই বাকরুদ্ধ। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।