ইবতেদায়ী শিক্ষকদের তিন মাসের বেতন ছাড়

  © লোগো

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত মোট তিন মাসের আর্থিক অনুদানের চেক ছাড় হয়েছে। চেক অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত শিক্ষকরা টাকা তুলতে পারবেন।

আজ বুধবার (২১ অক্টোবর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অনুদান বণ্টনকারী রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের অনুদানের চেক পাঠানো হয়েছে। শিক্ষকরা ২৬ অক্টোবর পর্যন্ত ব্যাংকের সংশ্লিষ্ট শাখা থেকে অনুদানের টাকা তুলতে পারবেন।


সর্বশেষ সংবাদ