৩১ অক্টোবর ২০১৯, ১৮:১৭

তেলবাহী লরির ধাক্কায় মাদ্রাসাশিক্ষক নিহত

  © ফেসবুক

যশোর শহরের বকচর এলাকায় তেলবাহী লরির ধাক্কায় আবদুর রশিদ (৫৫) নামে এক মাদ্রাসার শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে যশোর-খুলনা মহাসড়কের বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুর রশিদ যশোর শহরতলিয় খড়কি কবরস্থান এলাকার বাসিন্দা ও উপশহর আলিম মাদ্রাসার শিক্ষক।

নিহতের সহকর্মী আবুল ফজল জানান, বৃহস্পতিবার সকালে আবদুর রশিদ ব্যক্তিগত কাজে বাইসাইকেলে বকচর এলাকায় যান। পথিমধ্যে খুলনা থেকে আসা তেলবাহী লরি পেছন থেকে ধাক্কায় দিয়ে পালিয়ে যায়।

এলাকাবাসী গুরুতর অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমিয় দাস জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান বলেন, তেলবাহী লরির ধাক্কায় এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। চালক পালিয়েছে, গাড়িটি জব্দ করা হয়েছে।