২৭ জানুয়ারি ২০২৬, ১৩:৩২

দাখিল পরীক্ষার কেন্দ্র নিয়ে মাদ্রাসা বোর্ডের জরুরি নির্দেশনা

মাদ্রাসা শিক্ষা বোর্ড  © সংগৃহীত

চলতি বছরের দাখিল পরীক্ষার কেন্দ্র কমিটি গঠন নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড। এতে কেন্দ্র কমিটি গঠনের নিয়ম, ভারপ্রাপ্ত কর্মকর্তার কর্তব্য, কেন্দ্রসচিবের কর্তব্য সম্পর্কে বলা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।  চিঠিটি সব জেলা প্রশাসককে পাঠানো হয়েছে। 

চিঠিতে বলা হয়েছে, ২০২৬ খ্রিষ্টাব্দের দাখিল পরীক্ষার জন্য নির্বাচিত প্রত্যেক কেন্দ্রে পরীক্ষা পরিচালনার জন্য ‘কেন্দ্র কমিটি’ নামে সর্বোচ্চ পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করতে হবে। সংশ্লিষ্ট কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়ার জন্য পরীক্ষার্থী প্রেরণকারী মাদ্রাসা প্রধানেদের মধ্য হতে কেন্দ্র কমিটির সদস্য হবেন। কেন্দ্র কমিটি গঠন করে আগামী ১৯ ফেব্রুয়ারির মধ্যে কমিটির সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা কেন্দ্রসচিবের (অফিসিয়াল) মোবাইল নম্বরসহ পরীক্ষা নিয়ন্ত্রক এর কাছে ই-মেইলে: dcexam@bmeb.gov.bd (সফট কপিসহ) বা ডাকযোগে পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।