২৭ জানুয়ারি ২০২৬, ১৩:০৯

ফের বাড়ল দাখিলের ফরম পূরণের সময়

মাদরাসা শিক্ষা বোর্ড  © সংগৃহীত

দাখিল পরীক্ষা ২০২৬-এর ফরম পূরণের সময় আরও এক দফা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন। একইসঙ্গে অনলাইনে বোর্ড ফি জমা দেওয়ার সময়সীমা ৩১ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) মাদরাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি মাদরাসা শিক্ষা বোর্ড অনুমোদিত সব মাদরাসার সুপারিটেনডেন্ট ও অধ্যক্ষকে অবগত করতে দেয়া হয়েছে।

এতে জানানো হয়, দাখিল পরীক্ষা ২০২৬ এর বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় ৩০ জানুয়ারি পর্যন্ত বর্ধিত করা হলো। ফি পরিশোধ করা যাবে ৩১ জানুয়ারি পর্যন্ত। উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মাদরাসা প্রধান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ শেষ করবেন। ফরমপূরণের বিজ্ঞপ্তিতে উল্লিখিত অন্যান্য শর্ত এবং নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

এর আগে ৩০ ডিসেম্বর বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ৩১ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত এ ফরম পূরণ চলে। যা বাড়িয়ে ২৪ জানুয়ারি পর্যন্ত করা হয়।